Bengali Romantic Shayari – বাংলা রোমান্টিক শায়েরি by ᴀʀʏᴀɴ ᴩᴜᴊᴀ

KhoriBona

Bengali Romantic Shayari – বাংলা রোমান্টিক শায়েরি

Bengali Romantic Shayari : প্রিয় বন্ধুরা, অনেক জায়গায় অনেক শায়েরি খুঁজেছো, কিন্তু মনের মতো পায়নি তাইতো? তোমরা এতক্ষনে সঠিক জায়গায় এসেছো। বিভিন্ন Social Media থেকে বাছাই করে আমরা কিছু ভালো-ভালো শায়েরি (Shayari) নিয়ে এসেছি – বাংলা রোমান্টিক শায়েরি। একটু খুঁজলেই তোমরা ঠিক মনের মতো রোমান্টিক শায়েরি (Romantic Shayari) বা দুঃখের শায়েরি (Sad Shayari) পেয়ে যাবে। Bengali Sad Shayari


এখান থেকে তোমরা সহজেই copy করে নিতে পারবে শায়েরি গুলো। অথবা সরাসরি whatsapp এ status দিতে পারবে বা প্রিয় মানুষটিকে SMS করতে পারবে। সঙ্গে পেয়ে যাবে অলংকৃত ছবি; ছবিটিও তোমরা সহজেই Download করতে পারবে বা সোর সোর whatsapp এ share করতে পারবে।



রোমান্টিক ও দুঃখের শায়েরি

কতগুলি রোমান্টিক ও দুঃখের শায়েরি দেওয়া রইলো।



👉Bangla Sms📲📲



Bangla Sms ( বাংলা এস এম এস  )  is very attractive to people. Its the way to sending one’s expression to another. Love, romantic love, sad etc are the example of Bengali sms. Sms Bangla is sent to Girlfriend or Boyfriend.  Bangla sms is full of passion and emotion. You can send Bengali sms to your dearest one. If you love someone you can impressed him by sending romantic bangla sms.  All types of bangla sms is here. You can choice as your wish. You can easily share Sms Bangla to your blog or any other social media such as Twitter, Instagram, Pinterest, Facebook etc. You are allowed to share Bangla sms or sms Bangla exact image or text but you are not allowed to changed any sms or photos.  In other word you are not permitted to edit, change or delete any part of sms.

1)

“আকাশ জানে তারা জানে

জানে বনের পাখি

তোমায় আমি কত ভালোবাসি

জানে দু’চোখের আঁখি”।

2)

As much as pain you give me…
I will keep you as my side,
As much as sorrow you give me…
I consider that sorrow as happiness,
If you give me love … ..
I will tie you to my chest,
If you ever forget me,
I will love you all my life silently.

.

“চোখের কি দোষ বল”
“দেখতে চায় তোমাকে”
“দৃষ্টির কি দোষ বল”
“ভাল লাগে তোমাকে”
“প্রভুর কি দোষ বল”
“বানিয়েছে তোমাকে”
“মনের কি দোষ বল”
“মন চায় তোমাকে”
“হৃদয়ের কি দোষ বল”
“সুন্দর লাগে তোমাকে”
“আমার কি দোষ বল”
“ভালবাসি তোমাকে”



3)

“তুমি কাছে থাকলে আমার

মন থাকে খুশি

তুমি কাছে আসলে তাই

ভালোবাসায় ভাসি”।

4)

.
ভুল তোমার ছিলো তুমি বুঝতে পারোনি,
রাগ আমারও ছিলো কিন্তু আমি দেখায় নি।
ভুলে যেতে আমিও পারতাম,
কিন্তু চেষ্টা করিনি,
কারণ ভুলে যাওয়ার জন্য ভালোবাসিনি।

.

Today will be a memory of Tomorrow
It will be written on the book of mind.
Look at these leaves a little tomorrow,
You will find me in the midst of your memories.

5)

“তুমি আমার জীবন সাথী

হৃদয়ে স্বপ্ন ভরা ,

তুমি আমার ভুবন মাঝি

মনের সন্ধ্যা তারা”।

6)

এই জন্মের দূরত্বটা পরের জন্মে চুকিয়ে দেব
এই জন্মের চুলের গন্ধ পরের জন্মে থাকে যেন
এই জন্মের মাতাল চাওয়া পরের জন্মে থাকে যেন
মনে থাকবে?

No matter how far I am on your side,
Look at the sky if you do not sleep
You will get me to raise your hand,
If you do not get me there,
know that I am not anymore in the earth.

7)

“তোমার জন্য জাগতে পারি

রাতের পরে রাত,

তোমার জন্য ছাড়তে পারি

দুনিয়ার সকল সুখ”।

8)

“তোমায় নিয়ে স্বপ্ন দেখি

রাতের পরে রাত

তোমায় নিয়ে ভালোবাসা আঁকি

পথের পরে পথ”।

9)

মনের ঘরে আছ তুমি

আছ চোখের নজরে

হৃদয়ের মাঝে আছ তুমি

আছ বুকের পাজরে”।

.

You are my star of eyes and heart
You’re in the chest as my life partner
You are the sun of my happiness
I find your face as the smile of moon
I don’t want a thousand births
As if you only I get in my breath & faith.

10)

“শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।


11)

রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই ।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই ।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
পৃথিবীতে আলো আসবে ।
আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই ।

Life is lost, not memory
People are changed, not mind
There are no fear if I being lost
Because friends are lost, not friendship.

12)

“আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল”।

আরও পড়ুন…

বাংলা এস এম এস গুলো ভালো লেগে থাকলে আপনি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। তবে বাংলা এস এম এস গুলো কোনো ইডিট করতে পারবেন না , অথবা কোনো অংশ কাটতে পারবেন। এস এম এস যেভাবে আসে ঠিক সেভাবেই শেয়ার করতে হবে।

👉Bangla Birthday Sms শুভ জন্মদিন : জন্মদিনের শুভেচ্ছা🎂🎂🎂

Bangla Birthday Sms is called bangla happy birthday sms or Birthday Sms Bangla . In the time of dearest birthday dear one wishes by sending Bangla Birthday Sms. So Birthday is the most attractive thing to birthday wish. Here has various types of Bangla Birthday Sms.  You can select as your wishes for your boyfriend, girlfriend or any dearest one. জন্মদিন  বা শুভ জন্মদিন এর এস এম এস পাঠানো হয় প্রিয়জনের জন্মদিনের শুভেচ্ছা  হিসেবে। ইংরেজী বছরের নিময় অনুযায়ী রাত ১২ টার পর থেকে জন্মদিন শুরু হয় আবার পরের দিন রাত ১১ টা ৫৯ মিনিটে শেষ হয় অর্থাৎ রাত ১২ টার আগে শেষ হয়। বাংলা বছরের নিয়ম অনুযায়ী জন্মদিন শুরু হয় ভোর থেকে। মানুষ সাধারণত তার প্রিয়জন যেমন বন্ধু, বান্ধব, বান্ধবী, প্রিয়তমা কে জন্মদিনের শুভেচ্ছা জানায়।  শুভ জন্মদিন (Happy Birth Day to You) সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দ যা বলে জন্মদিনে উইশ করা হয়। ইসলাম ধর্মমতে জন্ম দিবস বা দিন পালন করা হারাম। এক মনীষীর জন্মদিনের উক্তি : জন্মদিন নিয়ে আমাদের আনন্দের কিছু নেই বরং জীবন থেকে একটি বছর ঝরে গেলে তার জন্য আক্ষেপ ও দুঃখ করা উচিত।

এসেছে জন্মদিন এক বছর পরে,
দোয়া করি হৃদয় থেকে মন ভরে,
সারা জীবন থেকো যেন হাসি মুখে।
জন্মদিনের শুভেচ্ছা জানাই তোমায় এবারে
হাসি মুখে গ্রহণ কর হৃদয়ের তরে।
.
তুমি এইদিনে পৃথিবীতে এসেছো
শুভেচ্ছা তোমায়
তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর
উচ্ছ্বল দিন কামনায়
আজ জন্মদিন তোমার।
.
নতুন সূর্য, নতুন ক্ষণ
শুভ হোক তোমার জন্মদিন দিন,
পাঠালাম শুভেচ্ছা এবারে
রেখে দিয়ো তবে অন্তরে।
**শুভ জন্মদিন**
.
তোমার কথা ভাবতে ভাবতে
হয়না যেন আজ দিন শেষ,
জন্মদিনের শুভক্ষণে তোমায়
পাঠালাম এই এস এম এস!
**শুভ জন্মদিন**
.
তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল,
তোমার জন্য হাসা স্নিগ্ধ বিকেল।
ভালবাসা নিয়ে নিজে তুমি,ভালবাস সব সৃষ্টিকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার..!

.
আরও একটি বছর এসে গেলো,
বেড়ে যাবে আরও একটি বাতি,
কালও ছিলাম আজও আছি,
তোমার জন্মদিনের সাথি।
**শুভ জন্মদিন**
.
তোমার জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
তোমার জন্য এই কবিতা নয় সে প্রলাপ।
আলোকিত হয়ে নিজে তুমি আলোকিত কর পৃথিবীকে।
তুমি এই দিনে পৃথিবীতে এসেছো শুভেচ্ছা তোমায়,
তাই অনাগত খন হোক আরো সুন্দর উজ্জল দিন কামনায়।
আজ জন্মদিন তোমার..!
.
জন্মদিনের শুভেচ্ছা,
প্রিতি ও ভালোবাসা,
পৌঁছাবে তোমার কাছে,
আমার শুধু এই আশা।
**শুভ জন্মদিন**
.
তোমার জন্য ফোটে পৃথিবীর সব গোলাপ
তোমার জন্য এই কবিতা নয়যে প্রলাম।
আলোকিত হয়ে নিজে তুমি
আলোকিত কর পৃথিবীকে।
**শুভ জন্মদিন**
.
আজকের আকাশে অনেক তারা
দিন ছিল সূর্য্যে ভরা
আজকের জোছনাটা আরো সুন্দর
সন্ধ্যাটা আগুন লাগা,
আজ তোমার জন্মদিন
তাই সব এতো ভালো লাগা,
**শুভ জন্মদিন**
.
আনন্দ উল্লাসে কাটে যেন তোমার প্রতিটি দিন,
শুভেচ্ছা জানাই আজ তোমায়, শুভ জন্মদিন!
.
দিন যায় রাত আসে
মাস যায় বছর আসে,
সবাই থাকে সুদিনের আশায়,
আমি থাকি শুধু তোমার
জন্মদিনের আশায়!
**শুভ জন্মদিন**
.
দূর চিঠিতে সুবাস পাঠাই
সুখে থেকো তুমি এটাই আমি চাই।
তোমার এই জন্মদিনের
বাজুক তবে বাঁশী বীণের।
**শুভ জন্মদিন**
.
চারিদিকে আজ সুবাসিত স্নিগ্ধতা,
পাখিরা গাইছে গান, ফিরেছে মুগ্ধতা
প্রকৃতি যেন হেলে দুলে হয়েছে রঙিন,
আজ আমার প্রিয় মানুষের জন্মদিন।
**শুভ জন্মদিন**
.
কারও প্রিয়দিন সানডে
কারও প্রিয়দিন মানডে,
আমার শুধু প্রিয় একটা দিন,
তোমার বার্থডে!
**শুভ জন্মদিন**
.
বারবার আসুক এমন দিন
তোমার জীবন হোক রঙিন
তোমার এই জন্মদিনে
যতই থাকি না দূরে
বার বার পড়ছে মনে।
**শুভ জন্মদিন**
আরও পড়ুন…

👉Bangla Friendship Sms👭👭👭



Bangla Friendship Sms:
বন্ধু তুমি কেমন আছ
জানাও আমায় খবর
তোমায় ছাড়া একটি মুহূর্তও
কাটে না যে আমার।
.
এসএমএস হয়ে থাকব আমি তোমার হৃদয় জুড়ে
রিংটোন হয়ে বাজবো আমি মিষ্টি মধুর সুরে
কখনও ভেবোনা আমি তোমার থেকে দূরে
বন্ধু হয়ে থাকব আমি সারা জীবন ভরে।
.
বন্ধু মানে মনের সাথি
বন্ধু মানে দুটি হাত
বন্ধু মানে দুজন মিলে
কাটিয়ে দেওয়া রাত।
.
বন্ধু মানে মনের মাঝে জমে থাকা আলাপ
বন্ধু মানে জ্যোৎস্না ভেজা গল্প বলা রাত,
বন্ধু শত বাঁধার পরেও একসাথে থাকা দুটি হাত
বন্ধু মানে ভালোবাসায় শিক্ত দুটি মনের মাঝ।
.
আমি একটা  দিন চাই আলোয় ভরা
আমি একটা রাত চাই অন্ধকার ছাড়া।
আমি একটা গোলাপ চাই সুভাষ ভরা।
আমি একটা ভালো বন্ধু চাই সবার চেয়ে সেরা।

 

বৃক্ষের কষ্ট হয় পাতা ঝড়ে গেলে
নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে,
চাঁদের কষ্ট হয় মেঘে ঢেকে গেলে
আমার কষ্ট হয় বন্ধু তুমে চলে গেলে।
.
ভালোবাসতে হয় মন থেকে
স্বপ্ন দেখতে হয় সম্ভাবনা থেকে
সামনের দিকে যেতে হয় আস্তে আস্তে
আর বন্ধুত্ব করতে হয় হৃদয়ের গভীর থেকে।
.
কষ্ট তুমি প্রতিজ্ঞা করো আমার কাছে আসবে না
সুখ তুমি প্রতিজ্ঞা করো, আমার ছেড়ে যাবে না
চক্ষু তুমি প্রতিজ্ঞা করো আমার আর কাঁদাবে না
বন্ধু তুমি প্রতিজ্ঞা করো আমায় ছেড়ে যাবে না।
.
এই বুকের ভিতর মন আছে
সেই মনেতে কেবল তুমি
বন্ধু হয়ে তোমার মনেও
থাকতে চাই আমি।
.
বন্ধু তোমায় সারা জীবন রাখতে চাই আগলে
চোখের জলে বুক ভেসে যায় তুমি না পাশে থাকলে।
চাঁদের যেমন কষ্ট লাগে মেঘে ঢেকে থাকলে
আমারও তাই তেমনি লাগে তোমায় না দেখলে।

আরও পড়ুন… 

👉Bangla Good Morning Sms : শুভ সকাল, সুপ্রভাত🌜🌜🌜

Bangla good morning sms : Good Morning ( শুভ সকাল  ) or Good morning wish  is special feeling for people. Cause morning environment is very fresh. In this time peoples mind is also fresh. Good morning greetings makes love to dearest person. So you in this time you can wish your dearest one by sending Good morning pic . By getting Good morning pics (picture) or Good morning images she/he will be very happy. Also You can send  Good morning photos with Quotes. Bengali language people can send Bangla good morning sms. There are all types of Bangla good morning sms. You can choice as your wish. শুভ সকাল বা সুপ্রভাত  মানুষের মনে বয়ে আনে নতুন ছোঁয়া।  এ যেন ভালোবাসার নতুন অনুভূতি। সকাল বেলা ঘুম থেকে উঠিয়ে প্রিয়জন যদি বলে গুড মর্নিং , সুপ্রভাত অথা শুভ সকাল , ভালোবাসায় তখন মনটি ভরে উঠে।

ভোরবেলা শুনি কোকিলের কি মধুর ডাক,
ঐ আকাশে উড়ে যাচ্ছে সাদা বকের ঝাঁক,
শীতল বাতাসের নতুন স্পর্শে মন মাতাল,
প্রিয় তোমাকে জানাই আজ “শুভ সকাল”।
.
তুমি শিশির ভেজা রক্তাক্ত স্নিগ্ধ গোলাপ
তুমি বুকের মাঝে জমে থাকা না বলা প্রলাপ,
তুমি ভোর বেলা  উদিত লাল সুর্যের আভাস
তুমি এই হৃদয়ের মাঝে সকল শ্বাস-প্রশ্বাস।
**শুভ সকাল**
.
সকালের প্রথম সোনালী আলো
নতুন স্বপ্ন জাগিয়ে গেলো,
শিশির ভেজা ঘাসের পাতায়,
তোমার হাতের আলতো ছোয়ায়,
ফুটলো সকাল কাটল রাত,
তাই মিস্টি মুখে জানাই তোমায়…
** সুপ্রভাত **
.

মৌমাছি বললো এসে আমার কানে কানে,
সূর্যমামা উঠছে এবার নতুন কিছুর টানে,
ভালো থেকো, সুখে থেকো নতুন পরশে
শুভ সকাল জানিয়ে দিলাম ছোট্ট এসএমএসে!
**শুভ সকাল**
.
খুলেছি দুটি আঁখি, দেখবো তবে নতুন আলো
তোমার কথা পড়লে মনে, মন হয়ে যায় ভালো’
সূর্য মামা মেলেছে রশ্নি, এইবার চোখ খুলো
“শুভ সকাল” জানালাম তোমায় গ্রহণ করো।

 

ভোর হয়েছে, দোর খুলেছে
মাঝি তুলেছে নায়ের পাল,
শিশির জমেছে,মন ভরেছে
তোমাকে আজ “শুভ সকাল”।
.
ভোর মানে ফুরিয়ে যাওয়া রাতের নতুন স্বাদ
ভোর মানে মৃদু ঘুম চোখে জেগে ওঠা হঠাৎ,
ভোর মানে নতুন আশায় বাড়িয়ে দেয়া হাত
আজ সকালে তোমায় শিশিরভেজা সুপ্রভাত।
.
ভোরের আলো ঘুম ভাঙাল
মৌমাছি এসে গান শুনাল
ঐ আকাশের ঝাপসা আলো,
দুই চোখে আশা জাগল
এইবার তবে সকাল হলো।
তোমরা সবাই আছ ভাল??
**শুভ সকাল**
.
স্বপ্ন হয়ে আসব আমি তোমার কাছে
শিশির হয়ে বসব আমি তোমার পাশে
জড়িয়ে নেবো তোমায় আমি শিহরণে
চোখ খুলতেই আবার মিশে যাবো রোদে।
**শুভ সকাল**
.
শুভ সকাল শান্ত মন
বন্ধু তুমি আছ কেমন ?
রাত্রি শেষে ভোর হলো,
আমি বন্ধু আছি ভালো,
ভালো থেকো সারাদিন ,
জানাই তোমায় ‘গুড মর্নিং’।

আরও পড়তে পড়ুন… 

👉Bangla Good Night Sms : শুভ রাত্রি🌃🌃

Bangla Good Night Sms : Good Nightশুভ রাত্রি  ) wish is very interesting feeling to people. Bangla good night sms is sent only night. In Bengali good night sms is called suvo ratri sms . Good night sms makes the extra emotion of night. Bangla Good Night Sms contains love, passion, emotion, affection, impulse, impetus etc. At night one send to another dearest one or lover Good night photo/ Good night image/Good night pic. By getting Good Night sms mind be more emotional and happiness.
স্বপ্ন মানে আলোর খেলা
স্বপ্ন মানে মনের বাসনাগুলি
স্বপ্ন মানে রাতের তাঁরা
স্বপ্ন মানে এই হৃদয়ে তুমি,
**শুভ রাত্রি**
.
আকাশ জুড়ে তারার মেলা
চাঁদের আলো ভুলিয়েছে মন।
এমন সময় পাশে থাকুক
আমার আপনজন।
**শুভ রাত্রি**

.
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !
মুঠোফোন তাই শান্ত, আমি রাত জেগে
দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।
এ কথা যদি সে জানতো ?
**  শুভ রাত্রি  **

.
ঘুমিয়ে আছে সবাই এখন নীরব রাত
আমার চোখে ঘুম নেই বসে আছি আজ,
চেয়ে দেখো আকাশে উঠেছে নতুন চাঁদ
তোমাকে জানালাম আজ “গুড নাইট”।
.
রাত্রি মানে গভীর নেশা
নতুন করে স্বপ্ন দেখা,
রাত্রি মানে চোখটি মেলে
“শুভ রাত্রি” বলা।
** শুভ রাত্রি **
.
ঐ আকাশে অনেক তারা
মনটা লাগে ভারি
নিশি রাতে তোমায় ছাড়া
কেমন বলো থাকি।
**শুভ রাত্রি**

যার কাছে সবকিছু বলা যায়
যার হাতে হাত রেখে চলা যায়
যাকে আপন বলে ভাবা যায়
যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়
তাকেই তো ভালবাসা যায়।
**শুভ রাত্রি**
.
জোনাকি হলো রাতের বাতি
ঘুম হলো তার সাথি,
তুমি আমার স্বপ্নের পাখি
গ্রহণ করো শুভ রাত্রি।
.
ছিড়ে ফেলেছি আমি ডাইরির পাতা
সেথায় লেখা ছিল হাজার স্বপ্নের কথা,
ছিড়তে পারিনি আমার মনের পাতা
যেখানে লেখা আছে শুধু তোমার কথা।
** শুভ রাত্রি **
.
রাত শুধু অন্ধকার নয়
মনের মাঝে আলো,
রাত শুধু মন্দ নয়
স্বপ্নগুলো ভালো।
**শুভ রাত্রি**

.
মনে পড়ে তোমাকে রাতের আধারে
ভাবি শুধু তোমাকে সবসময় অনুভবে,
স্বপ্নে দেখি তোমাকে চোখের প্রতি পলকে
আপন ভাবি তোমাকে আমার প্রতি নিশ্বাসে ও বিশ্বাসে।
**শুভ রাত্রি**
.
জীবন হলো বাঁচার জন্য
মন হলো দেওয়ার জন্য
ভালোবাসা হলো সারা জীবন পাশে থাকার জন্য
আর বন্ধুত্ব হলো জীবন কে সুন্দর করার জন্য।
**শুভ রাত্রি**
আরও পড়তে পড়ুন…


চাঁদ তুমি শুনবে কি

আমার মনের কথা?

সত্যি বলছি আমিও যে

তােমার মত একা..!


হয়তাে ভুল করে তােকে

চেয়ে ছিলাম।

আমি জানতাম না ।

তুই অনেকটা দামি।!


কষ্টটা যখন সীমা

ছাড়িয়ে যায়…

তখন মানুষ কাঁদে না

চুপ হয়ে যায়।!


এই পৃথিবীতে যারা যত

বেশি কষ্ট দিতে জানে।

তারাই পৃথিবীতে ততো

বেশি ভালো থাকে।

আজব পৃথীবি!!


Bengali love shayari

কতগুলি Bengali love shayari দেওয়া রইলো।

যেতে চেয়েছো যেতে দিয়েছি,

পিছন ফিরে ডাকিনি।

একটা কথা জানতে চাইছি,

তুমি কি আমাকে কোনো দিনও

সত্যিকারের ভালোবাসোনি।!



Bangla Love Sms is called Bengali Romantic Love Sms. Also we can say it as love sms bangla. Bangla Love Sms send to Girlfriend or Boyfriend. By getting Love Sms ( ভালোবাসার এস এম এস  ) from dearest one receiver be more happy . Love sms Bangla has romantic text and emotion. So it push the man’s mind to me more romantic. Bangla Love Sms helps couple to be more nearest. If you love  someone but be embarrassed to say that you love him, you can send Bangla Love Sms. Also to maintain strong relationship everyday you have to need impressed him. So to do this you can send your Bengali Love Sms.  You can shara Love Sms Bangla to facebook, what sap, Instagram or any other social media in the world.

.
“ঐ যে দেখো নদীর ধারে
উড়ছে কত পাখি
তোমায় কত ভালোবাসি”।
জানে আমার আঁখি”।

.
Do not touch the water, I will give you rain,
Don’t take flowers, I’ll give you a garden.
Don’t look for star , I’ll give you the moon,
Don’t worry, I’ll give you a affection,
Don’t be pain, I’ll give you love.

.

প্রকৃতির কাছে নেই কো ক্ষমা
কাঁদাবে কোনো একদিন
কাউকে কাঁদিয়ে যতই হাসো না কেন
আপন হাতে বাজবে তার প্রতিশোধের বীন।
-রেদোয়ান মাসুদ

Love is like a river,
A never ending stream.
Love is shared by each other
To answer someone’s dream.

তোমায় আকাশ দেবো, দেবো বেলির মালা
তুমি শুধু মনে রেখো আমায় সারাবেলা।
চোখের কান্না মুছে দেবো, দেবো তোমায় হাসি
তাইতো আমি বন্ধু তোমায় এতো ভালবাসি।

.

ভুলে থাকা যায় সুন্দর পৃথিবী
ভুলে থাকা যায় জোছনা রাতের আলো
ভুলে থাকা যায় নদীর কলরব
ভুলে থাকা যায় না শুধু তোমার চুলের কালো।
-রেদোয়ান মাসুদ

“চোখের কি দোষ বল”
“দেখতে চায় তোমাকে”
“দৃষ্টির কি দোষ বল”
“ভাল লাগে তোমাকে”
“প্রভুর কি দোষ বল”
“বানিয়েছে তোমাকে”
“মনের কি দোষ বল”
“মন চায় তোমাকে”
“হৃদয়ের কি দোষ বল”
“সুন্দর লাগে তোমাকে”
“আমার কি দোষ বল”
“ভালবাসি তোমাকে”

.

ভালোবাসি তাকে ভালোবাসি
সে থাকুক বা না থাকুক পাশাপাশি
আমার অসুখ ভালোবাসার
ছোঁয়াচে রোগে তাকে ছোঁয়ার
এই রোগ যদি তাকেও ধরে
আমিও মরতে চাই তাঁর ছোঁয়াতে।
– রেদোয়ান মাসুদ

A million stars up in the sky.
One shines brighter – I can’t deny.
A love so precious, a love so true,
a love that comes from me to you.

ভালো যাদি বাসো
কাছে চলে আসো
হাতটি ধরে দাও টান
তুমি আমার পরানের পরান।

.

তুমি চাও সাগর
আমি চাই নদী
চলো এক মোহনায় ভিড়ি
ভালোবাসো যদি।
-রেদোয়ান মাসুদ

.

প্রেম মানে হৃদয়ের টান
প্রেম মানে একটু অভিমান
দুটি পাখির একটি নীড়
একটি নদীর দুটি তীর
দুটি মনের একটি আশা
তারই নাম ভালোবাসা।

.
“আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল”।

.

পকেট ভর্তি রাখো যদি থোকা থোকা ফুল
ভালোবেসে করবে তুমি জীবনের বড় ভুল
থাকে যদি পকেট ভর্তি কোটি টাকার নোট
জনে জনে করতে চাইবে হৃদয়ের ঐক্যজোট।
-রেদোয়ান মাসুদ

.

“তুমি আমার আমি তোমার
এই কথা সবার জানা
তুমি আমার হৃদয়ের বন্দর
ভাবিনা কিছু তোমায় ছাড়া”।

.
“তুমি আমার মনের মাঝে
করো সারাদিন বাস
আমি তোমার চোখের মাঝে
আঁকি জীবনের সব অভিলাষ”।

.
পর মানুষ আপন হলে
রক্তে মিশে যায়
আপন মানুষ পর হলে
বিষ থেকে বাঁচা দায়।
-রেদোয়ান মাসুদ

The mistake was yours too, but didn’t realize
Anger was mine too but I didn’t show.
I could forget, too,
But didn’t try
Because I did not love to forget.

সবার একটা মানুষ লাগে
লাগে একটু ছায়া
আমার ভিষণ একলা লাগে
হয়না তোমার একটু মায়া।
-রেদোয়ান মাসুদ

.
“চেয়ে দেখো আকাশের দিকে
মেঘ করছে খেলা,
তোমায় দিকে চেয়ে আমার
চলে যাচ্ছে বেলা”।

 

“এসো তুমি কাছে এসো
দাওগো হৃদয়ে ঠাই
তোমার ছাড়া আমি যেনো
দুনিয়াতে আর নাই”।
.

Why you come in dream but don’t meet me?
I love you why don’t understand
Tell me once ‘I love you’
I’ll bring you happiness to heaven.

.

“শোনো কাজল চোখের মেয়ে,
আমার দিবস কাটে, বিবশ হয়ে,
তোমার চোখে চেয়ে।
.
রাত যেভাবেই আসুক, নীরবতা থাকবেই ।
চাঁদ যেভাবেই থাকুক জ্যোৎসনা ছড়াবেই ।
সূর্য যতই মেঘের আড়ালে থাকুক,
পৃথিবীতে আলো আসবে ।
আর নিজেকে যতই লুকিয়ে রাখ না কেনো
ভালোবাসা তোমাকে কাছে টানবেই ।

.

চোখের ও কিছু কথা থাকে,
থাকে কিছু ভাষা,
মনের কথা লুকানো গেলেও
আড়াল করা যায় না চোখের ভাষা।
কখনও তাকিয়ে দ্যাখোনি এই চোখে
কিছু ছিল সেই না বলা কথা।
-রেদোয়ান মাসুদ

My love for you is like the raging sea,
So powerful and deep it will forever be.
Through storm, wind, and heavy rain,
It will withstand every pain.

.

বদলে গেছো তুমি নিজের ইচ্ছায়
বেদলে গেছি আমি অনিচ্ছায়।
আসলে বদলে গেছি দুজনই, দুই কায়দায়
যেমনি করে পৃথিবীর সবকিছু বদলায়।
-রেদোয়ান মাসুদ
.
Man for man,
Birds for sky,
Green for nature,
Mountain for waterfalls,
Love for everyone
But you’re just for me.
.

শীতের চাদর জড়িযে
কুয়াশার মাঝে দাড়িয়ে
হাত দুটি দাও বাড়িয়ে
শিশিরের শীতল স্পর্শে যদি
শিহরিত হয় মন
বুঝে নিও আমি আছি
তোমার পাশে সারাক্ষণ।

.

“আকাশে আছে লক্ষ তাঁরা
নদীতে আছে জল
তোমার কথা পড়লে মনে
চোখ করে টলমল”।
.
একটা তোমার মতো চাঁদের জন্য মেয়ে,
আমি জোছনা সকল হেলায় ভুলে থাকি,
একটা তোমার মতো মনের জন্য মেয়ে,
আমি হৃদয়টাকে যত্নে তুলে রাখি।
.

ভাঙা কাচের দেওয়াল দেখে বলছো তুমি
কত বড় দুঃখ তার
যার মন ভেঙেছে দ্যাখোনি তারে
দু’চোখজুড়ে কত বড় মেঘের ভার।
-রেদোয়ান মাসুদ

.
শীতের চাদর জড়িযে,
কুয়াশার মাঝে দারিয়ে,
হাত দুটো দাও বারিয়ে,
শিশিরের শীতল স্পর্শে যদি,
শিহরিত হয় মন”
বুঝেনিও আমি আছি
তোমার পাশে সারাক্ষন।

.
As much love as I received from you,
The evil mind wants more,
I don’t know what is in you,
This mind wants to get closer to you.

দেওয়াল জানে বন্দির দুঃখ
চিৎকারে ফেটে হয় চৌচির
বুক জানে মনের যাতনা
বিচ্ছেদে কতটা বিঁধে বিষাক্ত তীর।)
-রেদোয়ান মাসুদ
.
চোখে আছে কাজল কানে আছে দুল,
ঠোট যেন রক্তে রাঙা ফুল,
চোখ একটু ছোট মুখে মিষ্টি হাসি,
এমন একজন মেয়েকে সত্যি আমি ভালোবাসি।

If I were a rubber
I would erase all the pain in your life
If I were a pencil
I would write down the joys of your life in a beautiful way.
.
তুমি হাসলে আমার ঠোঁটে হাসি,
তুমি আসলে জোনাকি রাশি রাশি
রাখি আগলে তোমায় অনুরাগে
বলো কিভাবে বোঝাই ভালোবাসি?
.
তাকেই ভালোবাসো,
যে তোমাকে কষ্ট দেয়।
তাকে কষ্ট দিও না,
যে তোমাকে ভালোবাসে।
কারন পৃথিবীর কাছে হয়তো তুমি কিছুই নও,
কিন্তু কারো কাছে তুমি তার পৃথিবী……!
Bangla Romantic love sms can be sent from your mobile phone. A lot of Banglakosh users are looking for their related Bengali love sms, Bangla Romantic SMS, Short message for their beloved, all kind of Bangla Love sms , Love Sms Bangla or Bengali love sms are here!

ভালোবাসার এস এম এস গুলো ভালো লেগে থাকলে ফেসবুকে শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের জন্য।  ভালোবাসার এস এম এস পারে প্রিয়জনের সকল মান অভিমান ভেঙ্গে ভালোবাসা ধরে রাখতে। সুতরাং প্রিয়জনকে ভালোবাসার এস এম এস পাঠান, সব সময় কাছে থাকুন।


.

#buttons=(Ok, Go it!) #days=(60)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!
Do you have any doubts? chat with us on WhatsApp
Hello, How can I help you? ...
Click me to start the chat...